উপজেলাকাহালু উপজেলা
কাহালুতে সেফটি ট্যাঙ্কে পড়ে শিশুর মুত্যু
মঙ্গলবার বিকেলে বগুড়ার কাহালু পৌর এলাকায় একটি নির্মাণাধীন বাসার সেফটি ট্যাঙ্কের ভিতরে পড়ে মোস্তারী খাতুন (০৪) নামক শিশুর মমার্ন্তিক মুত্যু হয়েছে।
শিশুটি কাহালু উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও কাহালু পৌরপাড়ার মাছুদ রানার মেয়ে। কাহালু খাদেমুল ইসলাম ক্বওমী মাদরাসার নুরানী বিভাগের শিশু শ্রেণীর মেধাবী ছাত্রী। শিশুটির মৃত্যুতে তার পরিবারের লোকজনদের মাঝে ব্যাপক শোক বিরাজ করছে।
স্থানীয় লোকজন জানান, শিশু মোস্তারী খাতুন তাদের বাসার পার্শ্বে উপজেলার মুরইল দক্ষিণ পাড়া গ্রামের ফজলুর রহমানের নির্মাণাধীন বাসার সেফটি টাংকিতে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে কাহালু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।