নিলামে দাম বেড়েই চলেছে সাকিবের ব্যাটের,ভিত্তি মূল্য ৫ লাখ
দেশের ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসান করোনা মোকাবিলায় তার প্রতিষ্ঠিত চ্যারিটি ফাউন্ডেশনে সকল ক্রিকেটারদের অর্থ সহায়তা করতে বলেছেন, সাথে নিজেদের প্রিয় ব্যাট, জার্সি নিলামে তোলার বিষয়েও অনুপ্রেরণা দেন।
সাম্প্রতিক সময়ে তার আহ্বানে সাড়া দিয়ে মুশফিকুর রহিম নিজে তার ব্যাট নিলামে তোলার কথা জানান। গতকাল সাকিবও তার ব্যাট নিলামে তোলার কথা জানান।
সাকিবের SG ব্যাটের নিলামে মাধ্যম হিসেবে কাজ করছে Auction 4 Action.
আজ Auction 4 Action তাদের ফেইসবুকে একটি পোষ্টে জানায় সাকিবের ব্যাটের নিলাম শুরুর কথা, যার বেস প্রাইজ নির্ধারণ করা হয় ৫ লক্ষ টাকা। ইতোমধ্যে তরতর করে দাম বেড়েছে সাকিবের ব্যাটের।
প্রথম আপডেটে জানানো হয় মূল্য ৬,৫০,০০০ টাকা, দ্বিতীয় আপডেটে মূল্য ৭,০০,০০০ টাকা এবং সর্বশেষ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টা ১০ এর শেষ আপডেটে ব্যাটের দাম উঠেছে ৮,৫০,০০০ টাকা। রাত ৮ টার আপডেটে ব্যাটএর দাম হয়েছে ১১,০০,০০০ টাকা।
সর্বশেষ দাম উঠেছে ১৩ লক্ষ টাকা, পরবর্তী এবং শেষ আপডেট রাত ১১ টায়।
বিডিং চলবে রাত ১১ টা পর্যন্ত, Auction 4 Action জানায় তাদের পোষ্টে কমেন্ট এর মাধ্যমে বা ইনবক্সে বিড করতে পারবেন আগ্রহীরা।
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপে সাকিব এই SG ব্যাটটি দিয়ে খেলেন। যা দিয়ে সাকিব ও.ডি.আই এ প্রায় ১৫০০ রান করেছেন।