খেলাধুলা
চড়া দামে বিক্রি হলো সাকিবের ব্যাট
গতকাল করোনায় কর্মহীন ও দুস্থ মানুষের সহায়তায় পছন্দের ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব।
গতকাল রাত ১১ টা পর্যন্ত ফেসবুক পেইজ Auction 4 Action এর মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হয়।
ব্যাটের ভিত্তি মূল্য ৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়, এরপর বেশ কয়েক ধাপের বিডিংয়ে ৮ লাখ, ১০ লাখ ও ১৩ লাখ এর পর রাউন্ড ফিগার ২০ লক্ষ টাকায় ব্যাটটি কিনে নেন নিউইয়র্ক প্রবাসী ক্রিকেট ভক্ত রাজ।
ফেসবুক লাইভে সাকিব জানান, ‘ব্যাটটা প্রিয় হলেও এই ব্যাটের চেয়ে একটা মানুষের জীবন, হাসি গুরুত্বপূর্ণ’