ধুনট উপজেলা
ধুনটে সামাজিক দূরত্ব বজায় রেখে বয়স্কভাতাদের টাকা প্রদান
আজ বৃহস্পতিবার বগুড়ার ধুনট সরকারি এন.ইউ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর এলাকার বয়স্ক ভাতাভোগীদের মাঝে ভাতার টাকা বিতরণ করা হয়।
টাকা নিতে আসা বৃদ্ধ মানুষগুলোর সেবায় এবং তাদের মধ্যে সামাজিক দুরুত্ব নিশ্চিত করেছে ‘করোনা ও ধুনট পরিস্থিতি’ গ্রুপের উপজেলা সমন্বয়ক আমিনুল ইসলাম শ্রাবন সহ গ্রুপের স্বেচ্ছাসেবকবৃন্দরা।
উক্ত গ্রুপের সদস্য রনি চক্রবর্তী, বগুড়া লাইভকে জানান, আজকের কাজ ছিলো আমাদের জন্য আনন্দদায়ক। আমরা তাদের সামাজিক দূরত্ব বজায়ের জন্য ৩ ফুট বরাবর রেখা করে দেই যেন বয়স্ক মানুষগুলো করোনা সংক্রমণে না আসে।