ঘরেই ইফতার ও তারাবীহ সারার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের

দেশে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে। এই অবস্থায় পবিত্র রমজান মাসে ইফতার ও তারাবির নামাজের জন্য বাইরে না যেতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা সবাইকে মেনে চলতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।
শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এই আহ্বান জানান।
নাসিমা সুলতানা বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ১২ জন এশা এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এ নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ইফতার মাহফিল বিষয়ক নির্দেশনা আছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের। ইফতার মাহফিলে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। সবাই নিজেদের ঘরে থেকে ইফতার, এশা ও তারাবির নামাজ আদায় করব। আমরা এই নির্দেশনাও মেনে চলার চেষ্টা করব।