খেলাধুলা

জার্সি ও কেডস নিলামে তোলার সিদ্ধান্ত মাশরাফির

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাকিবের পর এবারে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফির উদ্যোগ।

নিজের ব্যবহৃত জার্সি এবং কেডস নিলামে তুলবেন ম্যাশ। এর আগে সাকিবের নিলামে তোলা ব্যাট ২০ লক্ষ টাকায় বিক্রি হয় যার পুরোটাই ব্যায় হবে দেশের দুস্থ মানুষদের সহায়তায়।

সাকিবের ব্যাটের নিলাম পরিচালনাকারী “অকশন ফর একশন”কেই দেয়া হবে নিলামের দায়িত্ব।

উল্লেখ্য সাকিবের ডাকে সাড়া দিয়ে নিজেদের পছন্দের ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম, আশরাফুল সহ লিটন দাসও।

এই বিভাগের অন্য খবর

Back to top button