করোনা আপডেট
বগুড়ায় নতুন করে ১১ জন হোম কোয়ারেন্টাইনে, মোট ১৬২৪ জন
বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে ১১ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে – বগুড়া সদরের ৩ জন এবং শিবগঞ্জের ৮ জন। ২৪ ঘন্টায় হোম কোয়ারান্টাইন শেষ হয়েছে ১৮ জনের।
বগুড়ায় বর্তমানে হোম কোয়ারান্টাইনে আছে ১৬২৪ জন। সবচেয়ে বেশি সংখ্যক হোম কোয়ারেন্টাইনে আছে শিবগঞ্জ উপজেলার যার সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৮ জন। বিষয়টি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।
ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন আরও জানান, আজকে বগুড়ার করোনার কারো নমুনা পাঠানো হয়নি। আজ জয়পুরহাট ও সিরাজগঞ্জের নমুনা পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে করোনা পজিটিভ ব্যক্তির সংখ্যা ১৪ জন। এছাড়াও বগুড়ার প্রথম করোনা শনাক্ত রোগীকে (রংপুর বাসিন্দা) আজ শুক্রবার বগুড়ায় আইসোলেশন হিসেবে গড়ে ওঠা মোহাম্মদ আলীহাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।