বগুড়া সদর উপজেলা

জেলা পুলিশের ব্যবস্থাপনায় চরমপন্থীদের আর্থিক অনুদান

২০১৯ সালে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল চরমপন্থী স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তাদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

২৬ এপ্রিল( রবিবার)বেলা ১২ টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সভাপতিত্বে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানের মাধ্যমে বগুড়া জেলায় আত্মসমর্পণকারী ১৫ জন চরমপন্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী,অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল জলিল পিপিএম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন আহমেদ,সদর থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মুজিবুর রহমান মজনু,জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ জহির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার আত্মসমর্পণ কারী এসব চরমপন্থীদের স্বাভাবিক জীবনে থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button