বগুড়ায় আরো এক ব্যক্তির করোনা জয়
বগুড়ার আদমদিঘী উপজেলার পুলিশ কন্সস্টেবল আহসান হাবিবের করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে পরীক্ষা করার পর তা নেগেটিভ আসে নিয়ম অনুযায়ী দ্বিতীয় বার পরীক্ষার পর তা নেগেটিভ এসেছে এবং ২৫ এপ্রিল রাত ৮টায় তাকে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।
এর আগে রংপুরের শাহ আলমের করোনা পজিটিভ থেকে নেগেটিভ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করেন।
গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৯টায় পুলিশ কনস্টেবল আহসান হাবীবকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।
জানা যায়, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। জ্বর, সর্দি কাশি নিয়ে গত ১২ এপ্রিল তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরৎপুরে আসেন। পরদিন ১৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা রাজশাহীতে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পরীক্ষা রিপোর্টে ওই পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়।