বগুড়া সদর উপজেলা
বগুড়ায় ৬০ বস্তা খাওয়ার অনুপযোগী খেজুর জব্দ
বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ও খাওয়ার অনুপযোগী ৬০ বস্তা খেজুর জব্দ করা হয়েছে। সোমবার ২৭ এপ্রিল বগুড়া সদরের একটি হিমাগার থেকে মজুতকৃত খেজুর অবৈধভাবে রাখার কারনে খেজুরের মালিক আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সূত্রে জানা যায়, বগুড়া শহরের এরুলিয়া এলাকায় কাহালু সড়কে আফরিন কোল্ড স্টোরেজে এই খেজুর মজুত করা হয়েছিল।
র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী জানান, খেজুরগুলো জব্দ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।