বগুড়ার ধুনটে ৩ বিঘা ধান কেটে দিলো কৃষক লীগের নেতারা
মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার ধুনট উপজেলার বিলচাপড়ি বাতানচড়া এলাকায় স্বেচ্ছাশ্রমে ধান কাটার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলার বিলচাপড়ি গ্রামের বাবলু মন্ডলের ৩ বিঘা জমির ধান স্বেচ্ছাশ্রমে কেটে বাড়িতে পৌঁছে দেন উপজেলা কৃষক লীগের নেতারা। স্বেচ্ছাশ্রমে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়ার কাজে নেতৃত্বদেন ধুনট উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক।
এসময় আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, সহসভাপতি আবু বক্কর সিদ্দিকী রাজা, ধুনট উপজেলা আওয়ামী লীগের
সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, রেজাউল করিম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হাসান রিপন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।