বগুড়ার নন্দীগ্রামে কৃষি প্রণোদনার সার-বীজ জব্দ
বগুড়ার নন্দীগ্রামে এবার উদ্ধার হলো কৃষি প্রণোদনার বিপুল পরিমাণে সার ও বীজ।নন্দীগ্রাম ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যের (মেম্বার) বাড়ি থেকে এই সার-বীজ উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও শারমিন আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দলগাছা গ্রামের সার ও বীজ ব্যবসায়ী সাবেক ইউপি সদস্য মেহেদী হাসানের বাড়িতে অভিযান চালায়। সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে এই অভিযান চালিয়ে সরকারী বস্তায় ১০ কেজি ওজনের ৫১ বস্তা, ৫ কেজি ওজনের ৫ বস্তা ব্রী ৪৮ জাতের ধান বীজ, এমওপি সার ২২ বস্তা এবং ডিএমওপি সার ৪৪ বস্তা জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মেহেদী হাসান পুলু পালিয়ে যায়।পরে তার বাড়ির একটি ঘর তল্লাশী করে এসব সার-বীজ জব্দ করা হয়।
তবে সাবেক ইউপি সদস্য ব্যবসায়ী মেহেদী হাসান পুলু দাবী করেন, পুকুরে দেওয়ার জন্য কৃষকের কাজ থেকে সার কিনে নেয়া হয়েছিল।
উদ্ধারকৃত সার-বীজ সরকারের কৃষি বিভাগের কৃষকের প্রণোদনার বলে জানা গেছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার এই বিষয়ে বলেন, উদ্ধারকৃত সার বীজ সরকারের কৃষি বিভাগের এটা নিশ্চিত হওয়া গেছে।এবং এই সার-বীজ কিভাবে ব্যবসায়ীর বাড়িতে গেলো এ বিষয়ে তদন্ত করা হবে।