করোনা আপডেট
বগুড়ায় ২৪ ঘন্টায় কোভিড-১৯ পজিটিভ ১ জন
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৭ টি ফলাফলের ১ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পরেছে।
জানা যায় ১৮১ টি ফলাফল নেগেটিভ এসেছে, বাকি ৫ টি নমুনা পরীক্ষার জন্য পূনরায় প্রেরণ করা হয়েছে। খবরটি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
আক্রান্ত ব্যক্তি বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা। তার বয়স ৪০ বছর। তিনি ঢাকায় ঔষধ কোম্পানিতে চাকুরী করেন। গত ১০-০৪-২০২০ ইং তারিখে তিনি ঢাকা থেকে বগুড়ায় আসার পর হালকা জ্বর, কাঁশি থাকার কারনে স্বেচ্ছায় নমুনা পরীক্ষা করতে চাইলে তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়।