বগুড়ার শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক চাপায় এক শিশু শ্রমিক নিহত
বগুড়ার শিবগঞ্জে বালু বোঝাই ট্রাক চাপায় রাকিব হাসান (১৪) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের চককানু গ্রামের সবুজের বালুর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব একই ইউনিয়নের হরিপুর দক্ষিণ পাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সুত্র থেকে জানা যায়, শিশু রাকিবের বাবা মানসিক ভারসাম্যহীন। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় শিশু বয়সেই ট্রাক শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে সে। বুধবার সকালে চালক আজাদুল তার সহকারী শাহ আলমকে ট্রাকে করে সবুজের পয়েন্ট থেকে বালু নিয়ে যেতে বলে। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিশু শ্রমিক রাকিবকে চাপা দেয় বালু বোঝায় ট্রাকটি। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় রাকিবের।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পরিবারের কেউ মামলা করেনি।