করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় আরো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের ৪ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পরেছে।

মোট ১৮৮ টি ফলাফলের ১৮২ টা নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং বাকি ২ টি ফলাফল পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর মধ্যে বগুড়া জেলার ১২৫ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১ জন, জয়পুরহাটে ৬০ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে কোভিড-১৯ পজিটিভ। এছাড়া সিরাজগঞ্জের ২ জন ও গাইবান্ধার ১ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। খবরটি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন

বগুড়ায় করোনা আক্রান্ত মহিলাটি বগুড়া সোনাতলা উপজেলার বাসিন্দা। তার বয়স ৩৫ বছর। এর আগে সোনাতলা উপজেলার স্বাস্থ্যকর্মী হযরত আলীর করোনা পজিটিভ আসে। আক্রান্ত মহিলা হযরত আলীর স্ত্রী। আক্রান্ত স্বামীর সংস্পর্শে আসার কারণে তার করোনা পজিটিভ বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

এ নিয়ে বগুড়ায় মোট ১৮ জন ব্যক্তি করোনা পজিটিভ হলেন। তবে গত ১৬/০৪/২০২০ ইং তারিখে আদমদীঘী এলাকার পুলিশ কন্সস্টেবল ১ জনের করোনার রিপোর্ট পরপর দু’বার নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন রয়েছে। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইশোলেশনে থাকা করোনা পজিটিভ রোগীদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button