বগুড়ার ফুলতলার এমদাদের পর তার স্ত্রী করোনায় আক্রান্ত
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের ১ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পরেছে।
মোট ১৮৮ টি ফলাফলের ১৮৭ টা নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
এর মধ্যে বগুড়া জেলার ১২৪ টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ১ জন পজিটিভ, জয়পুরহাটে ৬৩ জনের নেগেটিভ এবং সিরাজগঞ্জের ১ জনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। খবরটি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন
বগুড়ায় করোনা আক্রান্ত মহিলাটি বগুড়া ফুলতলা এলাকার বাসিন্দা। তার বয়স ৩০ বছর। আক্রান্ত মহিলা বগুড়া শাজাহানপুর উপজেলায় অবস্থানরত গত ২৮ এপ্রিল ইমদাদুল হকের করোনা পজিটিভ আসা ব্যক্তির স্ত্রী। উল্লেখ্য ইমদাদুল হকের শরীরে করোনা ভাইরাস পাওয়ার খবর নিশ্চিত হলে সে পালিয়ে যায়, তারপর বগুড়া সদর থানা পুলিশ তাকে পরদিন গ্রামের বাড়ি শেখেরকোলা থেকে উদ্ধার করে। জানা যায়, স্বামীর সংস্পর্শে থাকার ফলেই তার শরীরে করোনা পজিটিভ আসে
এনিয়ে বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জন। ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন ৯ জন। এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইন আছেন ১৬৩২ জন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইশোলেশনে থাকা করোনা পজিটিভ রোগীদের অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।