বগুড়ায় আইসোলেশন ইউনিটে থাকা এক ব্যক্তি মারা গেছেন

বগুড়ার মোহাম্মাদ আলী হাসপাতালে গড়ে উঠা আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া এক ব্যক্তি আজ শুক্রবার সকালে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি গাবতলী উপজেলার হাতিবান্ধা এলাকায়। বয়স ৪৫ বছর।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনি মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস, হাইপারটেনশন, মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে নিউমোনিয়া ছিল। এর আগে তিনি শহরের একটি ক্লিনিকে চিকিৎসা নেন, চিকিৎসা পরীক্ষায় তার ফুসফুসে নিউমোনিয়া থাকায় তাকে করোনা উপসর্গ সন্দেহে ভর্তি করে নেওয়া হয়।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে করোনা ভাইরাস আছে কি না নিশ্চিত নন, মারা যাওয়া ব্যক্তিটির নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
আরএমও আরো জানান, ছোট পরিসরে মোহাম্মদ আলী হাসপাতালে ইসলামী শরীআহ মেনে তার জানাজা সম্পন্ন করে গ্রামে দাফনের জন্য পাঠানো হয়েছে।