অনলাইনে ভর্তি ও পরীক্ষা নিবে বেসরকারি বিশ্ববিদ্যালয়

নভেল করোনাভাইরাসের কারণে ধাপে ধাপে ছুটি দীর্ঘায়িত হওয়ার কারণে অনলাইনের মাধ্যমেই সেমিস্টারের পরীক্ষা ও ভর্তি পরীক্ষা নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সকল নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করতে হবে। এজন্য খুব শীঘ্রই সকল নীতিমালা প্রকাশ করবে ইউজিসি।
গতকাল অনলাইন শিক্ষা ব্যবস্থা নিয়ে ভার্চুয়াল সভায় শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয়ে এমন সিদ্ধান্তে পৌছানো হয়।
সভা সূত্রে জানা যায়, এতে দেশের সার্বিক
উচ্চশিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা করে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।এর মধ্যে রয়েছে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতেও অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।এক্ষেত্রে যেসব প্রতিষ্ঠানে অনলাইন পদ্ধতিতে ক্লাস নেয়ার ব্যবস্থা নেই, সেখানে তা স্থাপনের উদ্যোগ নিতে হবে।পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেখানকার একাডেমিক কাউন্সিল ও কমিটি পরিকল্পনা সিদ্ধান্ত নেবে।আর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসির দেয়া নীতিমালা অনুসরণ করবে।
–সিয়াম সাদিক