খেলাধুলা

এবার নিলামে সৌম্যের ব্যাট, ভিত্তি মূল্য ৩ লাখ টাকা

করোনাভাইরাসের কারণে বিপাকে পড়া মানুষের সাহায্যার্থে কিছুদিন আগে নিজের প্রিয় ব্যাট নিলামে বিক্রি করেন সাকিব আল হাসান। এবার তাঁর দেখাদেখি আরো অনেকেই নিজেদের প্রিয় সরঞ্জাম নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন।

জাতীয় দলের অন্যতম ব্যাটসম্যান সৌম্য সরকারও এগিয়ে এসেছেন এই মহতী উদ্যোগে সামিল হতে। নিজের প্রথম টেস্ট সেঞ্চুরির ব্যাটটি ফেসবুক পেইজ ‘অকশন ফর অ্যাকশনের’ মাধ্যমে নিলামে তুলেছেন তিনি।

এরই মধ্যে ব্যাটটির জন্য বিডিং শুরু হয়েছে। আগামীকাল রাত ১১টায় শেষ হবে এটি। এই নিলামে সৌম্যর ব্যাটটির ভিত্তিমূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা।

২০১৯ সালের মার্চে হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ২৩৫ রানের জুটি গড়েন তিনি। শেষ পর্যন্ত ১৪৯ রান নিয়ে সাজঘরে ফেরেন।

সৌম্যর এই প্রিয় ব্যাট বিক্রির পুরো অর্থ কাজে লাগানো হবে করোনা দুর্গত মানুষের জন্য। সাকিব এবং সৌম্য ছাড়াও নিজেদের প্রিয় ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন দলের অন্যতম ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত এবং নাঈম শেখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.