জাতীয়

দেশে করোনায় ৭৪১ জন পুলিশ আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শনিবার (২ মে) পর্যন্ত ৭৪১ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে এ পর্যন্ত পাঁচ পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ৭৪১ পুলিশ সদস্যের মধ্যে ঢাকা মহানগর পুলিশের সদস্য রয়েছেন ৩৫৬ জন। আক্রান্তদের মধ্যে শনিবার সকাল পর্যন্ত মারা গেছেন পাঁচ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ জন। আইসোলেশনে আছেন ১৭৪ জন। কোয়ারেন্টিনে আছেন এক হাজার ২৫০ জন।

সর্বশেষ শনিবার (২ মে) সুলতানুল আরেফিন (৪৪) নামে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর মারা যান। তিনি ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি জামালপুরে। খবর-বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button