করোনা আপডেট

বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের কারো শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পরেনি।

আজ শনিবারে মোট ১৮৮ টি ফলাফলের ১৮৭ টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বাঁকি ১ টি ফলাফল বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারের নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনা তৃতীয় বারের পরীক্ষায়ও পজিটিভ এসেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন।

নতুন করে ১৮৮টি নমুনা পরীক্ষায় বগুড়া জেলার ৪৮ টি নমুনা পরীক্ষার ফলাফল , জয়পুরহাটে ১৩৯ জনের এবং সিরাজগঞ্জের ১ জনের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। খবরটি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

এনিয়ে বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৯ জন। ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেন্টাইনে আছেন ১৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইন আছেন ১৫৩৮ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button