প্রত্যন্ত এলাকার হতদরিদ্রদের খুঁজে ত্রাণ পৌছে দিচ্ছেন কাহালুর ইউএনও
করোনার মহামারিতে যখন পুরো দেশের শ্রমজীবী মানুষ বেরোজগার হয়ে পরেছে, অসহায় হয়ে পড়েছে নানা পেশার মানুষ, এ ক্রান্তিকালে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ত্রাণ নিজে গিয়ে পৌছে দিচ্ছেন বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান।
কাহালু উপজেলার প্রত্যন্ত এলাকার যেসব মানুষ ইউএনও বা স্থানীয় প্রতিনিধিদের বলতে পাছেন না বা যেসব মানুষ তাদের কর্ম হারিয়ে অসহায় সেসব হতদরিদ্রদের কাছে প্রায় প্রতিদিনই নিজে গিয়ে স্থানীয়ভাবে সংগৃহীত ও সরকারি ত্রাণ পৌছে দিচ্ছেন কাহালুর ইউএনও।
গত শনিবার উপজেলার নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর এলাকায় ৬০টি প্রতিবন্দী পরিবারের মাঝে নিজে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মাছুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ জাকারিয়া রানা সহ বিবিরপুকুর বাজার প্রতিবন্দী বিদ্যালযের সভাপতি ও প্রধান শিক্ষক।
ইতিমধ্যেই ইউএনও মোঃ মাসুদুর রহমান তার উদ্যোমী ও মানবিক দৃষ্টান্তের জন্য জয় করে নিয়েছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণের।