ঈদ উপলক্ষে খোলা হচ্ছে শপিংমল

আসন্ন ঈদকে সামনে রেখে স্বল্প পরিসরে শপিংমল খোলা রাখা যাবে। রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সীমিত আকারে ও কিছু নিয়মনীতি অনুসরণ করে ব্যাবসা বানিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখার সুযোগ দেওয়া হচ্ছে বলে জানানো হয় আদেশে।
আজ সোমবার মন্ত্রীপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করতে হবে।
শর্ত গুলো হলোঃ
১। বড় শপিংমলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
২।শপিংমলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
৩। দোকানপাট এবং শপিংমল বিকাল ৫টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়, শপিং মলও বন্ধ রাখতে বলা হয়। পরপবর্তীতে সেই ছুটির মেয়াদ বাড়ানো হয় ১৬ মে পর্যন্ত।