বগুড়া সদর উপজেলা

বগুড়ায় ঘুমের ওষুধ বিক্রি না করায় ছুরিকাঘাতে দোকানদার আহত

বগুড়ায় প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেওয়ায় বাবলু (৩৬) নামের এক দোকান মালিক দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরতর আহত।

আহত বাবলু বগুড়া সদর উপজেলার স্টাফ কোয়াটার পাইকার পাড়া এলাকার আইনুল হকের ছেলে।

দুপুরে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে আহত বাবলু মিয়ার ছোট ভাই।

আহত বাবলুর ছোট ভাই অভিযোগে উল্লেখ করে আমার ভাই বাবলু মিয়া গত ৫ বছর যাবত কলোনী করতোয়া রোডে ফার্মেসী ব্যাবসা করে আসতিছে। গতকাল ৩রা এপ্রিল বৈকাল আনুমানিক ৪.৩০ ঘটনায় সাং বেজোড়া,থানা ও জেলা বগুড়া আশরাফ উদ্দিনের ছেলে মোঃ বাবু আমার ভাই বাবলুর দোকানে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ নিতে আসে। আহত বাবলু তাকে প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ দিতে না চাইলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ পেরে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে ঐ দিন আনুমানিক বিকাল ৫.১৫ মিনিটে বাবু তার ভাড়াটিয়া অজ্ঞাতনামা তিনজন সন্ত্রাসী দিয়ে চাকু এবং রড দিয়ে বাবলু মিয়ার ওপর উপর্যুপরি আঘাত করে ওষুধের দোকানে থাকা ৬০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

আহত অবস্থায় বাবলু মিয়া চিৎকার করে লোকজন কে ডাকে এবং আশে পাশে থাকা লোকজন বাবলু মিয়ার চিৎকার শুনে শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button