করোনা আপডেট

২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় বগুড়ায় ২ জন করোনা পজিটিভ

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের ২ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।

এর মধ্যে বগুড়া জেলার ১০২ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের ফলাফল পজিটিভ এসেছে। অন্যদিকে জয়পুরহাট জেলার ৮৫ জনের নমুনা পরীক্ষায় এবং সিরাজগঞ্জ জেলার ১ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। খবরটি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় আক্রান্ত ২ জনই নারী, একজন মোহাম্মদ আলী হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং তিনি বগুড়া সদরের বাসিন্দা ,তার বয়স ৪৬ বছর। তিনি কিছুদিন আগে থেকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।

অপরজন বগুড়া আদমদিঘী উপজেলার সান্তাহারে করোনা পজিটিভ আসা ব্যক্তির সেবা শুশ্রূষাকারী। তার বয়স ২৫ বছর।

ডেপুটি সিভিল সার্জন আরো জানান, এপর্যন্ত বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২১ জনে দাঁড়ালো। ২৪ ঘন্টায় বগুড়ায় হোম কোয়ারেন্টাইন আছেন ৮০ জন, বর্তমানে হোম কোয়ারেন্টাইন আছেন ১৪৮০ জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button