নন্দীগ্রাম উপজেলা
বগুড়ার নন্দীগ্রামে ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার
বগুড়ার নন্দীগ্রামে ৬ই মে সকাল ৯ টায় ডোবা থেকে ফাতেমা খাতুন (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি নন্দীগ্রাম ১ নং বুড়ইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কৈগাড়ী গ্রামে ঘটেছে। নিহত ফাতেমা খাতুন কৈগাড়ি গ্রামের আল-আমিনের স্ত্রী এবং ফোকপাল গ্রামের রমজান আলীর মেয়ে।
জানা যায়, নন্দীগ্রাম উপজেলার কৈগাড়ী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলামের স্ত্রী ১ সন্তানের জননী মোছাঃ ফাতেমা খাতুন (২০) এর মৃতদেহ পার্শ্ববর্তী জলাশয়ে পড়ে থাকা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।
নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, আটক আল-আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।