বগুড়া সদর উপজেলা
বগুড়ায় আইসোলেশনে জ্বর শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে গড়ে ওঠা আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জ্বর শ্বাসকষ্ট এবং পাতলা পায়খানা নিয়ে ৫০ বছর বয়সী সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি হোন। ১০ দিন যাবৎ জ্বরে ভুগছিলেন তিনি। চিকিৎসা চলাকালীন আজ রাত ৯.১৫ মিনিটে তার মৃত্যু হয়। খবরটি বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।
মারা যাওয়া ব্যক্তিটি বগুড়া সোনাতলা উপজেলার চমড়গাছা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা ফেরত বা করোনা সংক্রমিত এমন এলাকা থেকে ফেরার খবরে নিশ্চিত নন বলে জানান ডাঃ শফিক আমিন কাজল।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়ে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।