বগুড়ায় হাটু পানিতে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খানের উদ্দ্যোগে কৃষকের জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।
আজ সকাল থেকে বগুড়া সদরের কৈপাড়ায় বৃষ্টির পানিতে ডুবে যাওয়া সামাদ ফকিরের এক বিঘা জমির ধান কেটে দেয়া হয়েছে।
ধান গাছের প্রায় অর্ধেক ছিল পানির নিচে। তবুও ছাত্রলীগের একদল তরুণ কাচি হাতে নেমে পানির নিচে থেকেই কেটে নিয়ে আসা হয় ধান। এভাবেই সারাদিনে শেষ হয় পুরো এক বিঘা জমির ধান কাটা।
জমির মালিক সামাদ ফকির জানান- “কয়েকদিনের ঝড় বৃষ্টিতে আমার প্রায় পুরো জমি পানিতে ডুবে যায়। শুধু ধানের শীষগুলো বের হয়ে ছিল। খুব দুশ্চিন্তায় ছিলাম। কখনোই ভাবি নাই ছাত্রলীগের ছেলেরা এসে ময়লা পানিতে নেমে আমার ধান কেটে দিবে। এসময় তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানাতেও ভোলেননি।
বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান বগুড়া লাইভকে জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মত বগুড়াতেও ছাত্রলীগ এমন কাজ করে যাবে।
উক্ত ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন সামিউল পরান সজল, সঞ্চয়, সাকিব, শান্ত, জয়, সিজান, হাবিব, মাসুদ সহ আরও অনেকে।