জাতীয়
৩৫ নয় ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি
রাষ্ট্রীয় বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ শনিবার থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে বলে আজ গণমাধ্যমকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
আগামী শনিবার ৯ মে থেকে সারাদেশে ৫০০ স্থানে টিসিবির পণ্য বিক্রি চালু থাকবে৷ উল্লেখ্য, এর আগে টিসিবির বিক্রয়কৃত পেঁয়াজের মূল্য ছিলো ৩৫ টাকা যা রমজানের শেষ দিকে ২৫ টাকায় দেবার সিদ্ধান্ত জানানো হয়, এছাড়াও ডাল, চিনি জাতীয় বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য ৫ থেকে ১০ টাকা করে কেজীতে কমানোর কথা জানানো হয়েছে।