বগুড়ায় ডাক্তার,সিআইডি সহ ২৪ ঘন্টায় আরো ৫ জন করোনায় আক্রান্ত
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৯ টি ফলাফলের মধ্যে ৫ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে। বাকি ১৮৪ টি ফলাফল নেগেটিভ এসেছে।
শুক্রবার ৮ই মে, ১৮৯ টি নমুনা পরীক্ষা সবগুলোই বগুড়া জেলার নমুনা পরীক্ষার ফলাফল এসেছে বলে খবর টি আজ রাত ৯ টায় নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় আক্রান্ত ৫ জন ব্যক্তির ৪ জনই বগুড়া সদর উপজেলার এবং অপরজন শাহাজাহানপুর মন্ডলপাড়া এলাকার।
★ সদরের ৪ জন ব্যক্তির একজন ব্যক্তি পেশায় একজন ডাক্তার,তার বয়স ২৬ বছর। তিনি বগুড়া সদরের নারুলী উত্তরপাড়ার বাসিন্দা।
★সদরে করোনা আক্রান্ত আরো একজন পেশায় গৃহবধূ, ঢাকা ফেরত এই মহিলার বয়স ৩০ বছর, তিনি বগুড়া সদরের সিও অফিস সংলগ্ন কৈগাড়ি এলাকার বাসিন্দা।
★ সদরের অপর করোনা আক্রান্ত একজন ব্যক্তি CID এ.এস.আই। ঢাকা ফেরত এই ব্যক্তির বয়স ৩৯ বছর,তিনি সদর উপজেলার কলোনীর বাসিন্দা।
★সদরের অন্য করোনা পজিটিভ একজন ব্যক্তি একজন করাত মিলের কর্মচারী। তার বয়স ৩০ বছর।
তিনি কিছু দিন আগে উত্তর চেলোপাড়ায় আক্রান্ত ফুলচানের সংস্পর্শে ছিলেন
★বগুড়ার শাহজাহানপুর উপজেলার অপর করোনা আক্রান্ত ব্যক্তি একজন ৩৬ বছরের ইজিবাইক চালক,তিনিও ঢাকা ফেরত বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন।
এপর্যন্ত বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা হলো ৩৫ জন, মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন থেকে ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বগুড়ায় বর্তমানের করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৮ জন।
তিনি আরো জানান সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বগুড়ার নতুন করে ৬১ টি নমুনা সংগ্রহ করে জিয়া মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে।