বগুড়ায় আবারো ১ পুলিশ কনস্টেবলসহ ২ জন করোনায় আক্রান্ত

২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে ৩ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।
এর মধ্যে বগুড়া জেলার ৩৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২ জনের ফলাফল পজিটিভ এসেছে।
অন্যদিকে জয়পুরহাট জেলার ১৪৯ টি ফলাফলে ১ জন পজিটিভ এসেছে।
১০ মে রবিবার, রাত ৯টায় খবর টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় আক্রান্ত ১ জন হলেন ৫৯ বছরের পুলিশ কনস্টেবল, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তার বাসা। বগুড়া পুলিশ লাইনসে কর্মরত এই পুলিশ কনস্টেবল স্থানীয় ভাবেই করোনা পজিটিভ বলে জানান ডেপুটি সিভিল সার্জন।
অপর একজন করোনা পজিটিভ আক্রান্ত ব্যক্তি ২০ বছরের যুবক। তিনি বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব এলাকার বাসিন্দা।
তিনি ঢাকা নারায়ণগঞ্জে একটি কারখানায় চাকুরী করতেন। গত ৭ ই মে তিনি বগুড়া আসেন।
ডেপুটি সিভিল সার্জন আরো জানান, এপর্যন্ত বগুড়ায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৯ জনে দাঁড়ালো।
রংপুরের শাহ আলম সহ মোট ৯ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া বর্তমানে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩০ জন।