জাতীয়

করোনা যুদ্ধ মোকাবেলায় যোগ দিলেন দেশের ২ হাজার নতুন চিকিৎসক

করোনা যুদ্ধ মোকাবেলা করতে যোগ দিলেন ২,০০০ নতুন চিকিৎসক। করোনা পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা। এই মহামারী অবস্থায় যোদ্ধা হিসেবে যোগ দেয়াকে চিকিৎসক হিসেবে নেয়া শপথ বাস্তবায়নের সুযোগ বলে মনে করেন নিয়োগপ্রাপ্ত নতুনরা।

করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা। করোনা পরিস্থিতিতে মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন অসংখ্য করোনা যোদ্ধা। বাংলাদেশেও আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক। অনেককে পাঠাতে হচ্ছে হোম কোয়ারেন্টাইনে। এ বাস্তবতায় প্রজ্ঞাপন জারির মাত্র সাত কর্মদিবসের মধ্যে কাজে যোগ দিলেন দুই হাজার সহকারী সার্জন। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশগ্রহণ করা চিকিৎসকরা জানালেন এই মহামারী, ভয়াবহ করোনা পরিস্থিতিতে নিয়োগ পেয়ে তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের পদ না থাকায় এবং নিয়োগ না পাওয়াদের মধ্য থেকে এবার নিয়োগ দেয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, আপনারা করোনায় আক্রান্ত রোগী এবং যারা করোনায় আক্রান্ত হয়নি তাদেরও চিকিৎসাও করবেন। চিকিৎসাতে কোনো ভেদাভেদ থাকবেনা। -খবর সময় টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button