বগুড়া সদর উপজেলা

বগুড়া নিউ মার্কেট বন্ধ ঘোষণা

স্বাস্থ্যবিধি মেনে না চলায় বগুড়া শহরের নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ এ ঘোষণা দেন।

একটানা দেড় মাস যাবত দেশের সকল শপিংমল বন্ধ থাকার পর বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষ অনুমতি দেয় সরকার। গত ১০ মে রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শপিংমল মার্কেট খোলার অনুমতি দেওয়া হয়। কিন্তু এই সিদ্ধান্তের পর থেকেই ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য বগুড়ার নিউ মার্কেটে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা যায়।

মার্কেটের কয়েক টা দোকানে হ্যান্ড স্যানিটাইজার, বিভিন্ন জীবানুনাশক স্প্রে করা দেখা গেলেও বাকি বেশির ভাগ দোকানের কাউকেই মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। বগুড়ার মার্কেট খোলা এবং সাধারণ অবাধ চলাচল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আলোচনার ঝড় ।

গতকাল মঙ্গলবার বগুড়ার একই পরিবারের ৭ জন এবং ৪ পুলিশ সহ মোট ১১ জন করোনাভাইরাসে সনাক্ত হন। এর পর থেকেই জনমনে আতংক সৃষ্টি হয়। এছাড়া বগুড়ায় মোট করোনা পজিটিভ ৫২ জনে পৌঁছায়। ৯ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বর্তমানে বগুড়ায় করোনা পজিটিভ আছে ৪৩ জন। বগুড়ার করোনা সংক্রমণ ঠেকানোর
পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২ টায় বগুড়া নিউ মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন জেলা প্রশাসন।

এ বিষয়ে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন,করোনার এই মহামারীতে স্বাস্থ্যবিধি না মানায় আপাতত শহরের নিউমার্কেট বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে ফেসবুকে কে কি ছড়াচ্ছে সেটা আমি জানি না।হয়ত কিছুদিন পর আবার এই মার্কেট পুনরায় খুলে দেয়া হবে কিন্তু তখন ও যদি তারা নিয়ম না মানে তাহলে একেবারে বন্ধ করে দেয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button