মোহাম্মদ আলী হাসপাতালের ১৬ কর্মকর্তা কর্মচারী আইসোলেশনে
বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালে গড়ে ওঠা আইশোলেশনে ইউনিটে করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে থেকে চিকিৎসা প্রদান করায় আজ ৪০ বছরের একজন জরুরি বিভাগের চিকিৎসক করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে জানান ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন ।
আক্রান্ত চিকিৎসকের করোনা পজিটিভ জানার পরপরই তার সংস্পর্শে থাকা মোহাম্মদ আলী হাসপাতালের সাতজন নার্সিং কর্মকর্তা, একজন চিকিৎসক, ছয়জন তৃতীয় শ্রেনীর কর্মচারী একজন নার্সি অফিসার সহ মোট ১৬ জন কর্মকর্তা কর্মচারীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আগামীকাল শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ ল্যাবে পাঠানো হবে এবং তারপরেই তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানান মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।
তিনি আরো বলেন হাসপাতালে এ পর্যন্ত করোনায় পজিটিভ ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা সুস্থ আছেন এবং তাদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল রয়েছে ।