উপজেলাকরোনা আপডেটকাহালু উপজেলা

কাহালুতে প্রথম করোনা রোগী শনাক্ত

বগুড়ার কাহালু উপজেলায় প্রথম করোনা ভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসনের সহযোগীতায় তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আক্রান্ত ব্যক্তি হলেন কাহালু উপজেলার মুরইল ইয়নিয়নের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা মোঃ আফজাল হোসেন (৫০), পিতা: মৃত আব্দুল জব্বার। তিনি নরসিংদীর মাধবদী ইসলামী ব্যাংকে একটি ব্যাংকে কর্মরত ছিলেন। গত ১৩ তারিখ বুধবার তিনি ঢাকা হয়ে কাহালু ফিরেছেন।

এর আগে তিনি তার শরীরে করোনার উপসর্গ দেখতে পেয়ে নিজে গিয়েই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করার জন্য যান পরে তার করোনা পজিটিভ আসে।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন অফিস থেকে তথ্যটি জানানো হলে সংবাদ পেয়েই ওই রাতেই কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ যাকারিয়া রানা, কাহালু থানার অফিসার ইনচার্জ জিয়া লতিফুল ইসলাম, আক্রান্ত ব্যক্তির বাড়ি পরিদর্শন করে। সেখানে গিয়ে করোনা পজেটিভ রোগীর সাথে সামাজিক দুরত্ব বজায় রেখে কথা বলে তাকে চিকিৎসা গ্রহণ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের স্বাস্থ্য বিধি মেনে চলার করার পরামর্শ দেন।

এছাড়াও করোনা পজেটিভ রোগীর বাড়িসহ তার প্রতিবেশীদের কোয়ারেন্টাইনে অবস্থানের নির্দেশনা দিয়েছে প্রশাসন।

তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ যাকারিয়া রানা।

এই বিভাগের অন্য খবর

Back to top button