বগুড়া সদর উপজেলা

বগুড়ায় অসহায় বেদে পরিবারের পাশে জেলা পুলিশ

সৎ, সমাজের প্রতি নিবেদিত ও মানবদরদী,অসহায় মানুষের পাশে দাঁড়াতে পুলিশ কর্মকর্তা কী করতে পারেন– আদর্শ উদাহরণ বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার। তার নির্দেশনায় অসহায় হয়ে পড়া বাউল শিল্পীর পাশে দাঁড়ানো, অসুস্থ রোগীকে মধ্যরাতে ইনহেলার পৌঁছে দেয়া সহ বিভিন্ন মানবিক সহায়তায় সুনাম কুড়িয়েছেন তিনি।

তেমন ই বগুড়া শহরের পুরান বগুড়ার বেদে পল্লীতে তিনমাস ধরে আটকে পড়া বেদে সম্প্রদায়ের সাহায্যার্থে ৩৪ টি বেদে পরিবারের মাঝে পুলিশ সুপারের নির্দেশনায় খাবার সামগ্রী পৌছে দেয় বগুড়া জেলা পুলিশ।

শহরের পুরান বগুড়ায় বেদে পল্লীতে কর্মহীন হয়ে তিনমাস যাবত নারী পুরুষ ও শিশুরা প্রায় না খেয়ে দিনাতিপাত করছেন খবর পেয়ে পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা বিপিএম বার বিষয়টি খতিয়ে দেখার জন্য দায়িত্ব দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীকে।

১৪ই মে (বৃহস্পতিবার) সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশ সুপারে নির্দেশনায় ৩৪টি পরিবারের জন্য কিছুদিন চলার মতো খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল সনাতন চক্রবর্তী এবং সদর থানা অফিসার ইনচার্জ জনাব এস এম বদিউজ্জামান আজ দুপুরে তাদের আবাসস্থলে গিয়ে পুলিশ সুপার মহোদয়ের পক্ষে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

জানা যায় এর আগে বগুড়ার শেরপুর থানা এলাকায় অবস্থানরত এরকম ত্রিশটি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিতরণ করেছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button