করোনা আপডেট
বগুড়ায় নতুন যোগদানকৃত দুজন নার্স করোনায় আক্রান্ত
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনার পরীক্ষার ফলাফলে আজ ২ জন কোভিড-১৯ করোনা ভাইরাস পজিটিভ হয়েছেন।
১৮৮ টি নমুনা সবগুলোয় বগুড়া জেলার, এদের মধ্যে দুইজন ব্যক্তি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের নতুন যোগদানকৃত নার্স। ১৫ মে (শুক্রবার) রাত ৯ টায় বগুড়া লাইভকে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
আক্রান্ত নার্স দুজনের একজনের বাড়ি কাহালুর কালাই ইউনিয়নের কর্ণিপাড়া। তার বয়স ২৪ বছর। অপর একজনের বাড়ি নওগাঁর পত্নীতলায়। তারা গত ১৩ মে মোহাম্মদ আলী হাসপাতালে যোগদান করেন। তারা দুইজনই ঢাকা ফেরত বলে জানান ডেপুটি সিভিল সার্জন।
তিনি আরো বলেন, এই নিয়ে বগুড়ায় করোনা পজিটিভ মোট আক্রান্ত ৬১জন। এদের মধ্যে ১০জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়া বর্তমান চিকিৎসাধীন আছেন ৫১জন।