দুপচাঁচিয়া উপজেলা

বগুড়া দুপচাঁচিয়ায় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোবাশ্বিরা(৪) এবং নীরব (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় দুপচাচিয়া উপজেলার ইসলাম পুর (খাঁ-পাড়া) গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।

দুপচাচিয়া থানার ইসলামপুর খাঁ-পাড়া গ্রামের মাহফুজের মেয়ে মুবাশ্বিরা ও এবং একই গ্রামের মাছুম মিয়ার ছেলে নীরব। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুবাশ্বিরা ও নীরব বাড়ির পাশে পুকুর ধারে খেলতে থাকে। খেলার এক পর্যায়ে হঠাৎ সবার অজান্তে পাশের পুকুরের পানিতে ডুবে যায় তারা। খোঁজাখুজি করে তাদের লাশ উদ্ধার করা হয়। এবং লাশ দাফন করার প্রস্তুতি চলছে।

একসাথে দুই টা শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button