খেলাধুলা
২০ হাজার মার্কিন ডলারে মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি
ভিত্তি মূল্য ৬ লাখের মুশফিকের ঐতিহাসিক গল টেস্টের ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার ৫ম ও শেষদিনে ব্যাটটি বাংলাদেশী ১৭ লাখ কিনে নিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহীদ খান আফ্রিদি।
৫ দিন ধরে চলা নিলামে ভারতীয়দের ফেক বিডিংয়ের কারণে কিছু জটিলতা সৃষ্টি হলেও নিলামের শেষদিনে চমক দেখলো গোটা বিশ্ব।
করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে বাংলাদেশের দুস্থ মানুষদের মাঝে পুরো টাকা ব্যায় করা হবে আফ্রিদির ফাউন্ডেশনে চড়া মূল্যে বিক্রি হওয়া মুশফিকের ব্যাটের টাকা।
এ প্রসঙ্গে মুশফিক গণমাধ্যমকে জানান, “পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি তার ফাউন্ডেশনের মাধ্যমে আমার ব্যাটটি কিনেছে, ব্যাট নিলামের নিউজ তার চোখে পড়লে তিনি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করেন।” “আমার কাছে প্রক্রিয়া শোনার পর তিনি পিকাবোর মাধ্যমে চুক্তি সম্পন্ন করে ব্যাটটি কেনেন।”