সাহিত্য
কবিতাঃ জ্বালাও রহমতের বাতি
কবিঃ
-খোকন সরদার
কি অদ্ভুত এক নীরব পৃথিবী
শপিংমল, বিনোদন কেন্দ্রে নেই কোন ভীড়,
আসমান জমীন এখন সব-ই স্থির।
নেই ধর্মীয়, সাংস্কৃতিক সভা সমাবেশ,
আজ নেতা-নেত্রীর ভাষণ সবই নিস্তেজ।
পাহার, নদী, বন, জঙ্গল, সবই নিরবতা,
আকাশে উড়ে না প্লেন, মিলে না পাখা।
মোতায়েন করা আগ্নেয়অস্ত্র, কতো যন্ত্রযান,
পারেনা করিতে কোন, করোনা-র অবসান।
পথঘাটে চলে না, দামি এ/সি গাড়ি,
সুখ শান্তিতে নেই এ/সি ওয়ালা বাড়ি।
স্তব্ধ বাস ট্রেন,লঞ্চ স্টিমার শিল্পকারখানা,
করোনা নামক ভাইরাসে সবই খোলা মানা।
অদ্ভুত এক অন্ধকারে ঢেকেছে পৃথিবী,
বির্সজন দিতেছে মানব দুনিয়ার স্মৃতি।
সামাজিক দূরত্ব বজায় রাখিতে গিয়ে,
হারিয়ে ফেলেছি আমি মায়া মমতাকে।
উল্টো পাল্টা আজ সারা মানবজাতি,
রহম করো খোদা জ্বালাও রহমতের বাতি।।
✍—-১৫-০৫-২০২০