বগুড়ায় নতুন করে আরো ৩ জন ব্যক্তির করোনা পজিটিভ
বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে ৩ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে।
রবিবার ১৭ মে, ১৮৮ টি নমুনা পরীক্ষা বগুড়া জেলার ১৮৫ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জন ব্যক্তির করোনা পজিটিভ এবং জয়পুরহাট জেলার ১ জন ও সিরাজগঞ্জের ২ জন ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে খবরটি বগুড়া লাইভকে আজ রাত ৯ টায় নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়ায় আক্রান্ত তিনজন ব্যক্তি বগুড়ার তিন উপজেলার, তাদের একজন সোনাতলা উপজেলার ২৮ বছরের নারায়ণগঞ্জ ফেরত যুবক। তিনি ১৪ তারিখে ঢাকা থেকে বগুড়ায় এসে ঐ দিনেই পিসিআর ল্যাবে নমুনা পাঠান।আক্রান্ত অপর একজন কাহালু উপজেলার নারহট্ট এলাকার, ৪৮ বছরের এই ব্যক্তির করোনা সংক্রমণের সঠিক কারন জানা যায়নি, আক্রান্ত অন্য একজন বগুড়া সদরের কলোনির ৪০ বছরের ব্যক্তি যিনি হামদর্দ ইউনানী ল্যাবরেটরীর হাকিম। রোগী দেখা বা স্থানীয় ভাবেই তিনি করোনা পজিটিভ হোন বলে জানান ডেপুটি সিভিল সার্জন।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত-৭৮ জন। এদের মধ্যে ১১জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় এখন রইলো ৬৭ জন।