বগুড়া সদর উপজেলা
স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে নিউমার্কেট,না মানলেই বন্ধ -জেলা প্রশাসন
বগুড়ায় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে বন্ধের ৩ দিন পর পুনরায় নিউ মার্কেট খোলার নির্দেশ দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।
আজ রবিবার ১৭ই মে জেলা প্রশাসক বগুড়া কার্যালয়ে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে গত ১০ মে রবিবার থেকে সারাদেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শপিংমল মার্কেট খোলার অনুমতি দেওয়া হলেও বগুড়া নিউ মার্কেটে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। দোকান-পাট গুলো স্বাস্থ্যবিধি মেনে না চলায় গত ১৩ই মে বগুড়া শহরের নিউ মার্কেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ।