বগুড়া সদর উপজেলা

বগুড়ায় আইসোলেশনে জ্বর, শ্বাসকষ্ট ও কাঁশি নিয়ে এক ব্যক্তির মৃত্যু

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে গড়ে ওঠা আইসোলেশনে জ্বর, শ্বাসকষ্ট ও কাঁশি নিয়ে আজিজুর রহমান নামে (৬৫) এক ব্যক্তি মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির বাড়ি বগুড়া সদর উপজেলার মালগ্রাম এলাকায়। তবে তার শরীরে কোভিড-১৯ নেগেটিভ ছিলো বলে জানিয়েছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শফিক আমিন কাজল।

১৮ মে সোমবার বিকাল সাড়ে ৩ টায় তিনি মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হোন এবং পৌনে ছয় টায় ঐ ব্যক্তি মারা যান । জ্বর শ্বাসকষ্ট ও কাশি নিয়ে মারা গেলেও তার নমুনার ফলাফল নেগেটিভ বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১৬ মে ওই ব্যক্তিটি জ্বর ও কাশি নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে নমুনা দিয়ে যান। সোমবার তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য আজ সাড়ে ৩ টায় ভর্তি হোন অতঃপর বিকাল পৌনে ৬টায় তিনি মারা যান।

ডা: শফিক আমিন কাজল আরো জানান, ব্যক্তিটির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বিধায় আমরা লাশটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করি। এ পর্যন্ত আইসোলেশন থেকে মোট ৮ জন ব্যক্তি মারা গেছেন যাদের সবার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ ছিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button