বগুড়া নিউ মার্কেটে স্বাস্থ্যবিধি পর্যবেক্ষণে ম্যাজিষ্ট্রেটের অভিযান
বগুড়ায় নিউ মার্কেটে স্বাস্থ্যবিধি মেনে দেকান পরিচালনা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এর অভিযান পরিচালিত হয়।
১৮ই মে সোমবার, বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জি.এম. রাশেদুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৬ টি মামলায় ২৪০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সনাতন চক্রবর্তী এর উপস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার সুবিধার্থে নিউ মার্কেটের একটি গেট দিয়ে প্রবেশ ও অন্য একটি গেট দিয়ে বের হওয়া (বাকি গেটগুলো বন্ধ থাকবে) এবং মার্কেটে সীমিত ক্রেতার উপস্থিতি নিশ্চিত করতে মার্কেট কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় র্যাব-১২ বগুড়া, পৌরসভার বাজার কর্মকর্তা জনাব আব্দুল হাই ও পেশকার পঙ্কজ সহযোগিতা করেন। এছাড়াও তারা বলেন, জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান চলমান থাকবে।