করোনা আপডেট

বগুড়ায় করোনা জয় করে বাড়ি ফিরলেন আরো ৩ জন

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন থেকে দুই নারীসহ ৩ জন ব্যক্তি করোনা জয় করে বাড়ি ফিরেছেন। এই তিনজনের পর পর দুটি নমুনার ফলাফল নেগেটিভ আসায় মঙ্গলবার দুপুর ২টায় তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

করোনা জয় করা তিনজন হলেন বগুড়া সদরের উপশহর বক্ষব্যাধি হাসপাতালের নার্স নূর নাহার (৩২), শাজাহানপুর গণ্ডগ্রামের নূর মোহাম্মদ (৫৪) এবং সান্তাহারের করোনায় সুস্থ মিলন ড্রাইভারের স্ত্রী মুক্তা বেগম (২৫)।

এছাড়া জ্বর শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়া গাবতলীর ছায়াহাটা এলাকার ৫৫ বছরের এক ব্যক্তির নমুনার ফলাফল নেগেটিভ আসায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল।

আরএমও জানান, ৪ মে মুক্তা বেগম, ৬ মে নূর মোহাম্মদ ও নূর নাহারের নমুনার ফলাফলে করোনা পজিটিভ আসে। সেদিন থেকে তারা তিনজন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। পরবর্তীতে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে পর পর দুইবার নেগেটিভ আসায় আজ তাদের ছাড়পত্র দেয়া হয়। এই নিয়ে জেলায় মোট ১৪ জন করোনা পজিটিভ রোগী থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

তিনি আরও জানান, এখন আইসোলেশন ইউনিটে মোট ১২জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ । বাকি ৩ জন জ্বর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ ল্যাবে পাঠানো হয়েছে তাদের ফলাফল এখনও আসেনি।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button