আন্তর্জাতিক খবরজাতীয়

লকডাউন খুলতেই আবারও সেই সমস্যায় পড়েছে চীন

করোনাভাইরাসের কারণে লকডাউনে চীনে অনেকটায় কমে গিয়েছিল বায়ু দূষণ। লকডাউন খুলে আগের অবস্থায় ফিরতেই আবারো বাড়তে শুরু করেছে বায়ু দূষণ।

চীনের সেন্টার ফর রিসার্স অন অ্যানার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এর গবেষকরা বলছেন, করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ফলে চীনে কল-কারখানায় কাজ থেমে গিয়েছিল। তাই গত জানুয়ারি থেকে দূষণের হার অনেকটা কমে যাচ্ছিল। লকডাউন খুলতেই আবারো বায়ু দূষণ বাড়তে শুরু করেছে।

তারা আরও বলেছেন, ২০১৯ সালের মে মাসের তুলনায় এ বছরের মে মাসে চীনের বায়ু দূষণ বেড়ে গেছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সারাবিশ্বে চিকিৎসা সরঞ্জাম রপ্তানির প্রচেষ্টা চালাতে কল-কারখানা, যানবাহন চলাচল করছে সেটারই প্রভাব পড়েছে বায়ুমানের উপর। -তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button