করোনা আপডেট

২৪ ঘন্টায় বগুড়ার তিন উপজেলায় সাতজন করোনায় আক্রান্ত

বগুড়ায় ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় সাত জনে শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি নমুনার ফলাফলে ৪ জন বগুড়া শেরপুর উপজেলার, ২ জন সদর উপজেলার ও ১ জন শাজাহানপুর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

মঙ্গলবার ১৯ মে, ডেপুটি সিভিল সার্জন জানান, ১৮৮ টি নমুনা পরীক্ষা সবগুলোই বগুড়া জেলার। এ পরীক্ষার ফলাফলে সাতজন ব্যক্তির করোনা পজিটিভ ছাড়া বাকি ১৮১ টি নমুনা পরীক্ষার ফলাফল সবগুলো নেগেটিভ এসেছে বলে বগুড়া লাইভকে রাত ৯টায় তিনি নিশ্চিত করেন।

বগুড়ায় আক্রান্ত সাতজন ব্যক্তির মধ্যে চারজন শেরপুর উপজেলা। এরমধ্যে একজন ৩৮ বছরের ফার্মেসী ব্যবসায়ী, একজন ৩৫ বছরের কৃষক, এই দুজন স্থানীয় ভাবেই করোনা পজিটিভ বলে জানা যায়। শেরপুরে অপর একজন ৪৬ বছরের এনজিও কর্মী, ১৫ মে তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন এবং ১৭ মে নমুনা পাঠালে তার ফলাফল আজ পজিটিভ আসে। অপর একজন ৩৫ বছরের ব্যক্তি তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

সদরের দুজন করোনা পজিটিভের একজন সদরের গোকুলের বাসিন্দা। তিনি চিটাগংয়ে একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন, গত ১৭ মে তিনি বগুড়ায় আসেন। অপর একজন রহমান নগরের ১৯ বছরের এসএসসি পরীক্ষার ফলাফল আশাবাদী যুবক। গত ১৮ মে ঢাকা থেকে বগুড়ায় আসেন।

অপর একজন বগুড়া শাজাহানপুর উপজেলার শাবরুল এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত ১৪ মে তিনি ঢাকা থেকে বগুড়ায় আসেন এবং ১৭ মে নমুনা পাঠালে তার ফলাফল পজিটিভ আসে।

এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ জন। এদের মধ্যে আজকে ৩ জন সহ মোট ১৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বগুড়ায় এখন ৮১ জন করোনা পজিটিভ।

এই বিভাগের অন্য খবর

Back to top button