করোনা আপডেট

বগুড়ায় একই পরিবারের ৪ জন সহ মোট ৭ জনের করোনা পজিটিভ

বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো নমুনা পরীক্ষার ১৮৮ টি ফলাফলের মধ্যে বগুড়ার ১৮৭ টি ফলাফলে ৭ জনের এবং জয়পুরহাটের ১ টি ফলাফলের মধ্যে ১ জনের শরীরে কোভিড-১৯ অর্থাৎ করোনা ভাইরাস ধরা পড়েছে। ১৮ মে থেকে ২০ মে এর মধ্যে তাদের নমুুুুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার ২১ই মে, ১৮৮ টি নমুনা পরীক্ষার মধ্যে বগুড়া জেলার ১৮৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৭ জন ব্যক্তির করোনা পজিটিভ এবং জয়পুরহাটের ১ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১ জনের করোনা পজিটিভ এসেছে বলে খবরটি আজ রাত ৯.২০ মিনিটে নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

বগুড়ায় করোনা আক্রান্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার ৩ জন ব্যক্তি এবং কাহালু উপজেলার ৪ জন। তাদের বয়স ৩৬ থেকে ৫৮ বছরের মধ্যে।

বগুড়া সদরের আক্রান্তের মধ্যে একজন কলোনীর গৃহিনী। তার বিল্ডিং এ একজন করোনা আক্রান্ত আগে থেকেই ছিলেন। আরেকজনের বাড়ি শহরের জলেশ্বরীতলা সে স্থানীয়ভাবে আক্রান্ত এবং ঠনঠনিয়া হারিপাড়ার এক ব্যক্তি। তিনি বগুড়ায় মাছের আরৎ এ কাজ করতেন।

এছাড়া কাহালু উপজেলার নারহট্র গ্রামের একই পরিবারের ৪ জন। তাদের তিনজন জন নারী ও একজন পুরুষ । তারা নারহট্টের এক করোনা রোগীর সংস্পর্শে আক্রান্ত বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

উল্লেখ্য, বগুড়ায় আজ নতুন করে আরও ১ জন ব্যক্তি করোনা জয় করে বাড়ি ফিরেছেন নাম রফিকুল (৩০)। তিনি সদরের দক্ষিণ চেলোপাড়ার বাসিন্দা। রফিকুলের নমুনার ফলাফল পর পর দুইবার নেগেটিভ আসায় বৃহস্পতিবার দুপুর ২টায় ছাড়পত্র দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল।

এই নিয়ে জেলায় ১১৯ জন করোনায় আক্রান্ত। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল থেকে এ পর্যন্ত মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বর্তমানে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো মোট ১০৪ জন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button