জাতীয়

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুল

প্রাক্তন সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

করোনা উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি প্রয়াত সাংসদ মোস্তাফিজার রহমান পটলের সহধর্মিণী ছিলেন।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর তথ্যমতে, কামরুন্নাহার পুতুল কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা এবং খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে সাংসদ মনোনীত হন।

এই বিভাগের অন্য খবর

Back to top button