
প্রাক্তন সাংসদ ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১ টায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। আজ তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুর তথ্যমতে, কামরুন্নাহার পুতুল কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা এবং খাবারে অরুচিজনিত সমস্যায় ভূগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিগবাজার এর পেছনে সাবেক সাংসদ কামরুন নাহার পুতুল এর করোনা পরীক্ষায় রিপোর্ট পজেটিভ আসায় তার বাড়ি সহ আশেপাশের আরও ৮ টি বাড়ি লকডাউন করে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর পুলিশ সদস্যরা । এসময় উপস্থিত ছিলেন সদরের ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্তী।
মৃত্যুর পর জানা গেলো তাঁর করোনা পজিটিভ। বগুড়ায় তিনিই প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। একারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আজ বাদ জুম্মার পর জানাযা শেষে তাকে নামাজগড় কবরস্থানে দাফন করা হয়।
কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে সাংসদ মনোনীত হন।